বহুর পরিচিত চীন রাষ্ট্র স্মার্টফোন নির্মানকারী প্রতিষ্ঠান লেনোভো “ফ্যাব টু প্রো” নামে একটি অবিশ্বাস্য স্মার্টফোন বাজারে এসেছে। ফোনরটির সবচেয়ে বড় কার্যকরী ক্ষমতা হলো এতে উন্নত ও ভালো ছবি পাওয়ার জন্য চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা ব্যবহারকারীদের অনেক উপকারিতা আসবে বলে জানিয়েছেন।
মোবাইল ফোনটি ব্র্যান্ড হিসেবে লেনোভোর নাম খাতরেও এই ফোনটি গুগলের সাথে যৌথভাবে বাজারে উন্মোচন করা হয়েছে। সম্প্রতি সান ফ্রান্সিসকেতে অনুষ্ঠিত লেনোভো টেক ওয়ার্ল্ড ২০১৬ মেগা ইভেন্টে প্রতিষ্ঠানটির সিইও উন্মোচন করেন এই স্মার্টফোনটি।
২০১৬ সালের সেপ্টেম্টর মাস থেকে বাজারে এই স্মার্টফোনটি বাজারে আসবে এবং বিক্রি শুরু হবে।
এই ফোনটি ব্যাপারে গুগল ও লেনোভো দাবী করেছেন যে, ফোনের ক্যামেরা ও সেন্সর একজন ব্যবহারকারেীকে সম্পূর্ণ থ্রিডি ভিউ দিতে পারবে। পাশাপাশি লেনোভো ফ্যাব টু প্রো মডেলের এই ফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্জির এইপিএস ডিসপ্লে। আরো রয়েছে ৪টি ক্যামেরা, যাতে পিছনে থাকবে ১৬ মেগাপিক্সেল ও সামনে থাক ে৮ মেগাপিক্সেল। তাছাড়া আরো রয়েছে একটি মোশন সেন্সিং ক্যামেরা ও একটি ডেপথ সেন্সিং ইনফ্রায়েড ক্যামেরা। ৪ জিবি র্যামের এ ফোনটিতে রয়েছে আরো অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।
No comments:
Post a Comment