ঘরে বসে টাকা উপার্জনের ৫টি উপায়

এখন বাংলাদেশসহ েবিশ্বে প্রতিযোগিতার বাজার হচ্ছে ইনকাম করা। অনেকে মাস্টার্স ডিগ্রি ও ভালো মেধাবী ছাত্র হয়েও চাকরি না পেয়ে ঘরে বসে আছেন। কারণ আপনি সে শাখায় চাকরি করবেন সেই শাখায় অভিজ্ঞ না হলে চাকরি পাওয়া খুবই কঠিন। আর এভাবে ঘরে বসে থাকা মানে অন্যের উপর নির্ভ রশীল হওয়া যা বিরক্তিকর ও অসস্থিকর পরিবেশ সৃষ্টি করে। ফলে সংসারে অভাব অনটন দেখা দেয় এবং সবসময় মনের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করে। 

তাই আমি বলব চাকরি না পেলেও টেনশনের কিছুই নেই। কারণ আল্লাহ তায়ালা মাণুস সৃষ্টি করার ৫শত বছর আগে রিজিক তৈরি করেছেন। বর্তমানে মানুষ যে পরিমানে বাড়ছে ঠিক সেই পরিমানেই ইনকামের পথও সৃষ্টি হচেছ। আপনি আপনার গন্তব্যস্থলে বসেই টাকা আয় করতে পারবেন যা চাকরির কোন প্রয়োজন নেই।ঘরে বসে কিভাবে আয় করবেন আমি নিম্নে ৫টি উপায় উপস্থাপন করলামঃ


১। আর্টিক্যাল রাইটার ঃ ডিগ্রিপ্রাপ্ত অনেকেই আছেন যে ইংরেজিতে বিভিন্ন কিছুর উপর আর্টিক্যাল লিখতে আগ্রহী। যারা আর্টিক্যাল ভালো লিখতে পারেন তাদের জন্য সুখবর হলো যে, বাংলাদেশ ছাড়াও বিশ্বের প্রতিটি দেশের কোম্পানীর ওয়েবসাইট, জার্নাল, ব্লগ, ফেসবুক ও আরো অন্যান্য শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতে আর্টিক্যাল রাইটার হিসেবে নিয়োগ দিয়ে থাকেন। আপনি চাইলে এসব প্রতিষ্ঠানগুলোতে সহজেই চাকরি নিতে পারেন। চাকরি নেয়ার জন্য ইন্টারনেটে বিভিন্ন ওয়েভসাইট রয়েছে যেমনঃ www.upwork.com, freelancer.com, fiverr.com, 99designs.com, themeforest.com, envato.com, microworkers.com, elance.com এছাড়াও আরো ্অন্যান্য সাই রয়েছে। আমি আশা করি আপনি এই প্রথম ওয়েতে যোগ্য হলে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন এবং বেকার জীবন দূর করে সুখী সংসার তৈরি করতে পারেন।



২।ইউটিউব থেখে ইনকামঃ সাধারণত আমরা প্রতিদিনই ইউটিউব ও ফেসবুকের সাথে প্রতিনিয়তই নিজেকে সংযুক্ত রাখি। এই সংযুক্ত রাখার পাশাপাশি আপনি চাইলে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। আমরা অনেকেই জানি না যে ইউটিউট ও ফেসবুক থেকে কিভাবে আয় করা যায়। আপনি বিভিন্ন বিষয়ের উপর এনিমেশন তৈরি করে ইউটিউবে আপলোড করে এবং উক্ত ভিডিওটি মানেটাইজেশন করে ইনকাম করতে পারেন। আপনার ভিডিও সারা বিশ্ব থেকে যত বেশি জনপ্রিয়তা ও প্রদর্শনের সংখ্যা বাড়বে ততই আপনার ইনকাম বাড়বে। এটি একটি আয় করার সহজ উপায়। এটি করার জন্য তেমন কোন উচ্চ ডিগ্রী লাগবে না, শুধুমাত্র কম্পিউটারের বেসিক জানা আবশ্যক, ইন্টারনেটের উপর ব্রাউজিং করার বেসিক জ্ঞান থাকলেই হবে। এই বেসিক নলেজগুলোও যদি আপনার না থাকে তাহলে আপনি ইউটিউব থেকে ফ্রিবাবে বেসিক জ্ঞান অর্জন করে ইনকাম শুরু করতে পারেন।



৩। কম্পিউটার ট্রে্ইনারঃ আপনি যদি কম্পিউটার এর উপর কয়েকটি কোর্স ভালো জানা থাকে তাহলে শুধু মাত্র আপনার বাসায় একটি কম্পিউটার ও একটি সাইন বোর্ড আপনার বাসার ওয়ালে টানিয়ে প্রচার করে কম্পিউটার ট্রেনিং করে ইনকাম করতে পারেন। কারণ বর্তমান যুগ কম্পিউটার যুগ। বর্তমানে আপনি যা কিছুই করবেন তার সুনির্দিষ্ট ও সঠিকভাবে করার জন্য কম্পিউটার আবশ্যক। প্রতিটি অফিস-আদালত, ব্যবসায় প্রতিষ্ঠান এমনকি শিক্ষা প্রতিষ্টানেও কম্পিউটারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছড়িয়ে পড়েছে। আপনি এই উপায়ে এবং সহজভাবে টাকা ইনকাম করতে পারেন।



৪। কোচিং সেন্টারঃ আপনি যদি মাস্টার্স ডিগ্রী কিংবা উচ্চ ডিগ্রীপ্রাপ্ত হয়ে থাকেন এবং আপনি যে বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে সেই বিষয়ে আপনি আপনার বাসার একটি রুমের মধ্যে কোচিং খুলে আপনার এলাকার সকল ছেলে-মেয়েদেরকে পড়াতে পারেন। এতে আপনার সুনামের দিক থেকেও আপনি উর্দ্ধে থাকবেন, পাশাপাশি আপনি টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া ঐ এলাকার যত ছেলে-মেয়ে আছে সবাই উচ্চ-শিক্ষার পথ খুজে পাবে এবং একটি শিক্ষিত পরিবেশ তৈরি হব্।



৫। পেপার বিক্রিঃ পেপার বিক্রি েকরেও আপনি আয় করতে পারেন। পেপার বিক্রি করার জন্য তেমন কোন যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র স্বাক্ষর জ্ঞান থাকলেই হবে। বর্তমানে প্রতিটি মানুষ ঘরে বসে দেশের খবর রাখার জন্য পেপার উপর ণির্ভরশীল হয়ে পড়েনে সারা বাংলাদেশের মানুষ। পেপার বিক্রিতে আপনি বেশ জনপ্রিয়তা পাবেন। কারণ মানুষ ঘুম থেকে উঠেই সর্বপ্রথম পেপার বা দেশের খবর নিয়ে থাকেন। আমি মনে করি বেকার থাকার চেয়েও পেপার বিক্রি করা অনেক উত্তম কাজ। আপনি সকাল ১০ টা পর্যন্ত পেপার বিক্রি করে সারাদিন বিশ্রাম নিতে পারেন এবং বিকেল বেলা আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় ছোট একটি বইয়ের দোকান দিয়েও টাকা ইনকাম করতে পারেন। 

আমি মোঃ কা্উছার আলম
এটি আমার নিজের লিখা। ভালো লাগলে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে। বুলত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন।
ধন্যবাদ

No comments:

Post a Comment