বাজারে আসলো 870 টাকার সেলফি ফোন



বর্তমান মোবাল প্রযুক্তিতে বেশ ভালো উন্নত এনেছে।সেই উন্নায়নের প্রেক্ষিতে মানুষের হাতের নাগালে এবং সর্বস্তরের মানুষ যেন মোবাইল ফোন ব্যবহার করতে পারে সেই আলোকে বাজারে সাশ্রয়ী দামের ফোন নিয়ে আসছে মার্কিন মোবাইল ব্র্যান্ড আইটেল। গ্রাহকদের কাছ থেকে নেওয়া হবে মাত্র 870 টাকা এই ফোনটির জন্য এবং এই কোম্পানিটি ঘোষণা দিয়েছে।

বিশেষ করে গ্রাহকদের মন সন্তুষ্ট করার জন্য এবং সর্বস্তরের মানুষের নিকট পৌছে দেওয়ার লক্ষে কোম্পানিটি আরো ৫টি মোবাইল বাজারে উন্মুক্ত করেছে। আইটেলের অনুমোদিত রিটেইলারশপসহ যে কোনো মোবাইল বিক্রির শো রুমে পাওয়া যাবে। এই কোম্পানির যে কয়টি মোবাইল আছে সেই কয়টি মোবাইলের মধ্যে সর্বোচ্চটির মূল্য ৬ হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হবে বলে জানিয়েছেন।

গ্রাহকদের চাহিদা ও সমর্থন অনুসারে কোমপানিটি আগামী বছর  আরো বেশি দামের মোবাইল বাজারজাত করবেন বলে আশ্বাস দিয়েছ্নে।


No comments:

Post a Comment